সারাদেশ

স্টেডিয়াম কবে হবে, সংসদে প্রশ্ন কায়সারের

সোনারগাঁয়ে শেখ রাসেল স্টেডিয়ামের অবকাঠামো কাজ কবে নাগাদ হবে জানতে চেয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত। 

রোববার (৪ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নে মন্ত্রী বরাবর কায়সার হাসনাত এ কথা জানান। 

এসময় কায়সার হাসনাত বলেন, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। নবম জাতীয় সংসদে নির্বাচিত হবার পর সোনারগাঁয়ে শেখ রাসেল স্টেডিয়াম করার জন্য উদ্যোগ নেই। এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ৬৪ জেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে কার্যক্রম শুরু করেছেন। কিন্তু দূভাগ্যজনক ভাবে দশম ও একাদশ জাতীয় সংসদের পর এখনো স্টেডিয়ামের কাজটি সম্পূর্ন হয়নি। জানতে পারি কি অবকাঠামো স্টেডিয়ামের কাজটি কবে নাগাদ হবে?

কায়সার হাসনাত সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন তিনি।

Back to top button