সারাদেশ

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশন

সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে গিয়াস উদ্দিন শিক্ষা ফাউন্ডেশন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পানাম ফুড পার্কের হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. লুৎফর রহমান। সভাপতিত্ব করেন গিয়াস উদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন। 
প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান বলেন, একাডেমিক সাফল্যকে সমাজ ও রাষ্ট্র নির্মাণে কাজে লাগাতে হবে। সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হয়ে নতুন প্রজন্মকে জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে হবে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ গিয়াস উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চাকরির পাশাপাশি উদ্যোক্তা ও নেতৃত্বগুণের বিকাশ ঘটিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
গিয়াস উদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের পরিচালক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি এ সাদরিল শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বলেন, সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও সততা অপরিহার্য।
আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম, তাহেরপুর ইসলামিক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নাজমুল ইসলাম পাটওয়ারী, মোগরাপাড়া এইচ. জি. জি. এস স্মৃতি বিদ্যায়তন প্রধান শিক্ষক মো. খলিল হোসেন ভুঁইয়া, সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপনসহ অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 
Back to top button