সারাদেশ

ভালো কাজ করে মানুষের মুখে হাঁসি দেখলে অন্তরে প্রশান্তি আসে-ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যান

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) সারা দেশের ন্যায় সোনারগাঁয়েও পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বল্প আয়ের পরিবারের কাছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম কার্যক্রমের উদ্বোধন করেন। পরে জৈনপুর বালুর মাঠ ও মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্যক্রম পরিচালিত হয়।

এসময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের কথা চিন্তা করেই বিপুলসংখ্যক পরিবারকে, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের আওতায় এনেছেন। নির্ধারিত কার্ড দেখিয়ে টিসিবির পণ্য পেয়ে খুশি হয়ে বাড়ি ফেরে যাচ্ছে স্বল্প আয়ের মানুষেরা। ভালো কাজ করে মানুষের মুখে হাঁসি দেখলে অন্তরে প্রশান্তি আসে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ট্যাগ কর্মকর্তা আরিফুল হক, পিরোজপুর ইউনিয়নের সচিব মফিজুল রহমান সুমন, ইউপি সদস্য খোরশেদ ফরাজী, জাহাঙ্গীর আলম, জাকিয়া সুলতানা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Back to top button
%d bloggers like this: