সারাদেশ

বিএনপি নেতা আজাদের জামিন মঞ্জুর

আড়াইহাজার থানার পৃথক পৃথক দুটি নাশকতার মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ। 

সোমবার (১৮ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরবান তহুরার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। 

আসামি পক্ষের আইনজীবীরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এড. সিদ্দিকুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান।

এসময়ে আদালতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান আব্দু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টিসহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এব্যাপারে এড. সাখাওয়াত হোসেন খান জানান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরবান তহুরার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে নজরুল ইসলাম আজাদের জামিন মঞ্জুর করেন। আড়াইহাজার থানার পৃথক ২টি মামলায় তার জামিন মঞ্জুর করা হয়েছে।

Back to top button