বাঁচার আকুতি কিডনি বিকল হওয়া শামীমের প্রয়োজন উন্নত চিকিৎসা
বাঁচার আকুতি কিডনি বিকল হওয়া শামীমের প্রয়োজন উন্নত চিকিৎসা
![](https://somoysokal.com/wp-content/uploads/2022/09/IMG-20220922-WA0000-720x470.jpg)
আশিক রাজা( )মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ? বলছি ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া খালপার এলাকার স্থানীয় নিবাসী কিডনী বিকল হওয়া শরীফুল ইসলাম শামীমের কথা।ছোট বেলা থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কাপরের ব্যবসায় নেমেছিলেন শরীফুল ইসলাম শামীম এবং তিনি সেই ব্যবসা চালিয়ে অনেকটা সফলতা লাভ করেছিলেন তবে এই সকল সফলতা আর সামনের দিকে এগোতে পারলো না তার এই সফলতা মাঝ পথেই থেমে যেতে হলো আর এর কারন হচ্ছে বিগত ১ বছর আগে অসুস্থতা দেখা দিলে পরীক্ষা নিরিক্ষা করার পর জানতে পারে তার দুইটা কিডনি বিকল হয়ে গেছে তার পর থেকেই ঢাকার শ্যামলী সিকেডী হাসপাতালে এবং তার বাড়িতে চিকিৎসা নিচ্ছিলো আর এই মরণব্যাধি চিকিৎসা করাতে গিয়ে তার ব্যবসায়ে এতো বছরের অর্জিত টাকা এবং যা সম্পদ ছিলো চিকিৎসার খরচ করতে করতে এখন পরিবারটি প্রায় রাস্তায় নেমে এসে দাড়িয়েছে এমনকি আত্বীয় স্বজন যারা আছে তারাও অনেক ভাবে সহায়তা করলেও সেটিও শেষ হয়েছে।এখন প্রতি সপ্তাহে ডায়লোসিস সহ ওষুধের ব্যাপক পরিমানে খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারটিকে।শামীম পরিবারের ছোট ছেলে তার ঘরে স্ত্রী ও তিন সন্তান রয়েছে যার মধ্যে দুইটি ছেলে ও একটি মেয়ে তার দীর্ঘদিন অসুস্তায় সেই সন্তানদের পড়াশুনা চালানোটাও কষ্টস্বাধ্য হয়ে দাড়িয়েছে।শামীমের বাবার বয়স বেশি হবার কারনে তিনিও কোন ধরনেসর কাজ করতে পারছেন না।
এবিষয়ে অসুস্থ শরীফুল ইসলাম শামীমের পিতা সায়েদুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ আমার ছেলে অসুস্থ অবস্থায় পড়ে আছে আমার সারাজীবনের জমানো অর্জন ও আমার অসুস্থ এই ছেলের অর্জিত টাকা চিকিৎসার জন্য সব ব্যয় হয়ে গেছে আমরা আর পারছি না চিকিৎসা আগে চালিয়ে নিয়ে যেতে তার এখন উন্নতি চিকিৎসার প্রয়োজন আর এতে প্রচুর টাকার দরকার এবং আমরা যদি তার দ্রুত সময়ের মধ্যে যদি তার অপারেশন না করাতে পারি তাহলে তাকে বাঁচনো সম্ভব নয়।তাই আমার সন্তানের জন্য সকলের কাছে একটি চাওয়া সবাই সহযোগীতা করে পাশে দাড়ান যাতে করে আমার সন্তান সুস্থ’হয়ে আবারো সকলের মাঝে ফিরে আসতে পারে।
শরীফুল ইসলাম শামীমকে সুস্থ’করার জন্য এলাকার অনেকেই এগিয়ে আসছে।বিভিন্ন সামাজিক মাধ্যমে তার জন্য সাহায্যে আবেদন করেছে অনেকেই এবং অনেক সামাজিক সংগঠন এগিয়ে আসছে সাহায্যে দেওয়ার জন্য।
আর যারা শামীমের চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে চান বিকাশ/নগদ পার্সোনাল ০১৮৮১৪৪১১৪২,বিকাশ /নগদ/রকেট পার্সোনাল ০১৬৭২১৭৪৪০৩।