নারায়ণগঞ্জে গণতন্ত্র মঞ্চের মশাল মিছিল
সরকারের পদত্যাগ ও নিদর্লীয় সরকারের অধীন নির্বাচনের এক দফা দাবিতে রাজধানীর প্রবেশমুখগুলোতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধা, হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মশাল মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ৷ শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে মশাল মিছিল করেন মঞ্চের নেতারা৷
এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, গণসংহতির মহানগর কমিটির সদস্যসচিব পপি রানী সরকার প্রমুখ৷
বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ ও পুলিশ লীগ; এই দুই লীগ মিলে আজকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে৷ মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে৷ ১৪ সালের পর থেকে আওয়ামী লীগ সরকার বিএনপিকে জ্বালাও-পোড়াও, সন্ত্রাসী, গুন্ডা-পান্ডা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে৷ বিএনপিসহ আমরা একটি নৈতিক জায়গা থেকে লড়াই করছি৷ মানুষের ভোটাধিকার ও দেশে গণতন্ত্র ফেরানোর জন্য লড়াই করছি৷’
তারা আরও বলেন, ‘মাতুয়াইলে বাস পোড়ানোর ঘটনা আমরা আজকে সমস্ত পত্রপত্রিকাতে দেখেছি, দুই-তিনজন লোক হোন্ডায় করে এসে ড্রাইভারকে নামিয়ে পেট্রোল ঢেলে বাসে আগুন দেয়৷ ড্রাইভার বলেছে, সেখানে চার-পাঁচ হাত দূরে পুলিশও দাঁড়িয়ে ছিল কিন্তু কিছুই করেনি৷ আমরা পরিষ্কারভাবে বলি, এটা আওয়ামী লীগের কাজ৷ উদ্দেশ্য-প্রণোদিতভাবে জনগণের আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে৷ আওয়ামী লীগের লোকজন পুলিশের সাথে নানান জায়গায় লাঠি-সোটা নিয়ে লোকজনের উপরে হামলা করেছে৷’
এক দফা দাবিতে বিএনপি ও গণতন্ত্র মঞ্চসহ রাজনৈতিক দলগুলোর অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে এ ঘটনার নিন্দা জানান নেতারা৷ এ সময় নেতা-কর্মীদের মুক্তিরও দাবি জানান তারা৷
সমাবেশ শেষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে মশাল মিছিল বের করেন নেতারা৷ তারা শহরের বঙ্গবন্ধু সড়কে মশাল হাতে মিছিল করেন৷