সারাদেশ

সরকারের পেটোয়া পুলিশ চোখে গুলি করার মিশনে নেমেছে : খোকন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেছেন, সরকারের পেটোয়া পুলিশ দলীয় নেতাকর্মীদের চোখে গুলি করার মিশনে নেমেছে। তারা অন্ধ করে দিচ্ছে আমাদের যুব সমাজকে। যে অস্ত্র দিয়ে তারা গুলি করছে সে অস্ত্র ব্যবহার করতে পারে না পুলিশ। এ অস্ত্র দিয়েছে মানুষকে ভয় দেখানোর জন্য, গুলি কেনো করতে হবে।আর কেউ যেনো অন্ধ না হয়। আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে আছি, আগামীতেও রাজপথে থাকবো।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন৷

পুলিশের ছোড়া ছররা গুলিতে চোখে গুলিবিদ্ধ ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর বাড়িতে আসেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷ এসময় তিনি টিটুর পরিবারের লোকজনের সাথে কথা বলেন এবং তাকে দলের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন৷

এই সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূইয়াসহ প্রমুখ৷

Back to top button