ছাত্রলীগ ‘বিহাইন্ড দ্যা সিন’ কাজ করেছে, বললেন এমপি কায়সার
নির্বাচনে সোনারগাঁ ছাত্রলীগ ‘বিহাইন্ড দ্যা সিন’ কাজ করেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত।
তিনি বলেন, প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি রাশেদ ও সাধারণ সম্পাদক সাগরের সাথে ছাত্রলীগের টিম কাজ করেছে। তাদের শক্তি ও সাহস নিয়ে আমরা এগিয়েছি। আমরা হয়তো প্রকাশ করি নাই, কিন্তু তারা বিহাইন্ড দ্যা সিন (পর্দার অন্তরালে) কাজ করেছে। তাদের যেভাবে নির্দেশনা দিয়েছি সেভাবে তারা কাজ করেছে।
আজ শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নে গনসংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কায়সার হাসনাত এ কথা বলেছেন।
কায়সার বলেন, প্রচার-প্রচারণায় একটা নির্বাচন হয়েছে সারা বাংলাদেশে সেটা সোনারগাঁয়ে। মাঠ পর্যায়ে দৃশ্যমান ও উল্লেখযোগ্য প্রচারণা হয়েছে। এর বাইরে আমরা ডিজিটাল প্লার্টফর্মে কাজ করেছি । ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদক সাগর ও আওয়ামী প্রচার সম্পাদক নিলু একটা টিম হিসেবে কাজ করেছে। আমি এ নির্বাচন ভাষায় প্রকাশ করতে পারবো না।
বৈদ্যের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ অন্যান্য গণ্যমান ব্যাক্তিবর্গরা।