ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল
রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
র্নীতি দমন কমিশনের (দুদক) মামলা ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে সাজাপ্রাপ্ত এবং ঋণখেলাপী থাকার কারণে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয় বলে জানা যায়।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগের অভিযোগ করেছেন অন্য প্রার্থীরা। এ বিষয়ে তার আইনজীবী সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। ফলে অভিযোগ প্রমাণিত হওয়ায় সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সেলিম প্রধানের আইনজীবী মো. কামাল হোসেন বলেন, সকল প্রকার পেপারস দেওয়ার পরও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমরা হাইকোর্টে আপিল করব। আশা করি হাইকোর্টে সেলিম প্রধান মনোনয়নপত্র ফিরে পাবেন।