আমেরিকায় তোপের মুখে শামীম ওসমান
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়লেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।বৃহস্পতিবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিউইয়র্ক শহরের জ্যাকসন হাইটসে একটি দোকানের সামনে ঘটে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ওইসব ভিডিওতে শামীম ওসমানকে দীর্ঘ সময় শান্ত থাকতে দেখা যায় এবং প্রতিবাদীকারীদের মার্জিতভাবে কথা বলার জন্য অনুরোধ করেন। তবে শামীম ওসমানের সাথে থাকা নারায়ণগঞ্জের এক সময়ের যুবলীগের ক্যাডার বলে পরিচিতি পাওয়া মিঠু ওরফে অগা মিঠু এর প্রতিবাদ জানাতে গিয়ে প্রবাসী জামাত-বিএনপি সমর্থকদের তোপের মুখে পড়েন। এই সময় মিঠু লাঞ্ছনার শিকার হলে উত্তেজিত হয়ে পড়েন শামীম ওসমানও। পরে তাকে নিভৃত করতে দেখা যায় তার সাথে থাকা অন্যদের।
একটি ভিডিওতে দেখা যায়, শামীম ওসমানের গাড়ি দেখে কয়েকজন ‘ভুয়া ভুয়া’ এবং ‘হাসিনা ভোট চোর, শামীম ওসমান ভোট চোর’ বলে ধ্বনি দিতে থাকে। ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’ বলেও স্লোগান দেন তারা। পরে গাড়ি থেকে নেমে আসেন শামীম ওসমান। এই সময় বিএনপি সমর্থকদের সাথে শামীম ওসমানের কথা চালাচালি চলে।
শামীম ওসমান স্লোগান দেওয়া যুবকদের উদ্দেশে বলেন, ‘দলকে এত ভালোবাসলে সাহস করে দেশের মাটিতে গিয়ে স্লোগান দেও তোমরা। এমন কিছু করা উচিত নয় যাতে নিজের বাবা মায়ের সম্মানহানি হয়। আমার নাম শামীম ওসমান, আমার উপর বোমব্ল্যাস্ট হইছে। আমার ২০টা লোক মারা গেছে, আমার সারা শরীরে স্পিøন্টার। তুমি আমেরিকা থাইকা মনে কইরো না যে, আমেরিকা তোমার। তুমি পৌঁছ যেই পর্যন্ত নাই, তার থেকে হাজারগুণের উপর পৌঁছ আমার আছে।’
এই সময় এক যুবক বলেন, ‘আপনার সব কথা মানলাম। আপনারা বলেন, দেশে কথা বলার অধিকার আছে। আপনি তো আমাকে এক প্রকার থ্রেটই দিলেন। আমেরিকার মতো দেশেও যদি কথা বলতে না পারি তাহলে বাকস্বাধীনতা কই আছে?’