আড়াইহাজারে দেয়াল ধসে পল্লীচিকিৎসক নিহত
আড়াইহাজারে রাস্তা সংস্কারের কাজের সময় দেয়াল ধসে পরে ঠাকুর চাপ ঘোষ (৮০) নামের এক পল্লী পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার চৈতনকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ঠাকুর চাপ ঘোষ নড়াইলের বাসিন্দা। তিনি উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে বসবাস করে গ্রামে গ্রামে গিয়ে গবাদি পশুর চিকিৎসা করতেন।
জানা গেছে, মানিকপুর বাজার থেকে দয়াকান্দা পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশলী অধীনে নির্মিত রাস্তা সংস্কারের কাজ করছিল তমা কন্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানটি রাস্তা সংস্কার করার জন্য রাস্তার পাশে গর্তে করে। কিন্তু চৈতনকান্দা এলাকার সাব মিয়ার বাড়ীর সামনে গর্তটি বৃস্টিতে বড় হয়ে যায়। যার ফলে বুধবার ১০টার দিকে রাস্তার পাশে থাকা দেওয়ালটি ভেঙ্গে চাপা দিলে ঠাকুর চাপ ঘটনাস্থলে নিহত হয়।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।