তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার
তৃণমূল বিএনপির মহাসচিব নির্বাচিত হয়েছেন তৈমূর আলম খন্দকার। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কাউন্সিলরদের ভোটে এই পদে নির্বাচিত হন তিনি।
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির প্রথম জাতীয় কাউন্সিলে ২৭ সদস্যের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা দলের নির্বাহী চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন মো. আক্কাস আলী খান।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলমের সই করা এক প্রজ্ঞাপনে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়া হয়। নিবন্ধন পাওয়ার তিনদিনের মাথায় মারা যান নাজমুল হুদা। তার মৃত্যুর পর গত ৬ মে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তার মেয়ে অন্তরা হুদা। তবে সম্মেলনের মাধ্যমে আজ (মঙ্গলবার) দলটি নতুন নেতৃত্ব পেল।