বারদীবাসীকে যে বার্তা দিলেন লায়ন বাবুল
সস্ত্রীক ওমরাহ হজ পালনে মক্কা শরীফে অবস্থান করছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল। আগামীকাল তাদের বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
সম্প্রীতি তিনি সুস্থভাবে যেনো বাংলাদেশে ফিরে আসতে পারেন সেজন্য নারায়ণগঞ্জ সোনারগাঁসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন দেশের অস্থিতিশিল পরিবেশ ও মানুষ যেনো স্বাভাবিকভাবে ভালো থাকতে পারে সেজন্য তিনি সকলের জন্য দোয়া করেছেন।
হজ্জে কেমন অবস্থান করছেন এবং সামনে আন্দোলন সংগ্রামে আপনার বারদী ইউনিয়ন বাসীর প্রতি কোনো বার্তা আছে কিনা এ বিষয়ে গত কয়েকদিন আগে ৫-১০ মিনিটের মতো কথা হয় লায়ন বাবুলের সাথে।
৫-১০ মিনিটের ওই বার্তায় লায়ন বাবুল বলেন, বর্তমানে হজ্জে অবস্থান করছি। এখানে আমাদের দলের সভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক হজ্জে আছেন। আমরা নারায়ণগঞ্জসহ সোনারগাঁবাসীর জন্য দোয়া করেছি। এই ক্লান্তিলগ্নে সকল মানুষ যেনো ভালোভাবে থাকে এর জন্য আমরা খাস দিলে দোয়া করেছি।
প্রধানমন্ত্রীর প্রতি বারদীবাসী কৃতজ্ঞ জানিয়ে ইউপি এ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী আমাকে বারদী বাসীর পাশে থাকার জন্য যে দায়িত্ব দিয়েছে আমি উনার কাছে চিরকৃতজ্ঞ। বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উন্নয়ন করে সারাবিশ্বে আমাদের যে মাথাউচু করে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন আমরা বারদী ইউনিয়ন বাসী তার প্রতি কৃতজ্ঞ।
বারদীবাসীকে বার্তা দিয়ে লায়ন বাবুল বলেন, বারদী ইউনিয়ন আগেও শক্তিশালী ছিলো, এখনো শক্তিশালী আছে। যদি আমাদের মাঝে ব্যক্তিগত ভুল বুঝাবুঝি থাকেে এখনি সময় সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে টানা চতুর্থবারের মতো মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনবো।