এমপি নির্বাচনে দাঁড়ানো নিয়ে যা বললেন ইঞ্জিনিয়ার মাসুম
যতই দিন যাচ্ছে ততই আলোচনা বাড়ছে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন নিয়ে। গুঞ্জন উঠেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে এমপি প্রার্থী হবেন সোনারগাঁ আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
তবে তিনি ‘সময় সকালের’ এ প্রতিবেদকে জানিয়ে দিয়েছেন আপাতত দলকে সুসংগঠিত ও দলের ভাবমূর্তি রক্ষা করা আমার মাথা ব্যথা। নির্বাচনের চিন্তা এখন মাথায় নেই।
মাসুম বলেন, বিএনপি দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা পায়তারা করার চেষ্টা করছে। দেশীয় ও বিদেশী ষড়যন্ত্র চলছে। দেশ বাঁচলে নেত্রী বাঁচলে সংসদ সদস্য নির্বাচন। মনোনয়নের ব্যাপারটা এখন আমি মাথায় রাখছি না কারণ সামনে আমাদের কঠিন সময়। এক মাসে আগেও সিদ্বান্ত নেওয়া যেতে পারে করবো কি করবো না।
তিনি বলেন, কারা কি কাজ করছে দলের সভানেত্রী বিভিন্ন সংস্থার মাধ্যমে মনিটরিং করছে। উনি যাকে ভালো মনে করবেন তাকেই মনোনয়ন দিবেন। অনেক কোয়ালিফাইড প্রার্থী সোনারগাঁয়ে আছে। আমাদের এখন মূল দায়িত্ব দলকে সুসংগঠিত ও দলের ভাবমূর্তি রক্ষা করা। এ বিষয়টা নিয়ে আমার মাথা ব্যথা। সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলকে ঐক্যবদ্ধ ও সোনারগাঁ মানুষের জানমাল রক্ষা করা মূল দায়িত্ব। নির্বাচনের চিন্তা এখন মাথায় নাই।