খেলাধুলা আদর্শ জগতের মনোবল বাড়ায় -সেন্টু চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু বলেন, আজ স্বাধীনতা দিবস তাই অনেক জায়গায় যুবকরা খেলাধুলার আয়োজন করেছে এটা ভালো। কারণ খেলাধুলা আদর্শ জগতের মনোবল বাড়ায়। তখন যুবকরা মন্দ কাজের চিন্তা করতে পারেনা অটোমেটিক সামাজিক চিন্তাগুলো মাথায় চলে আসে। আমি যুবকদের আরও বেশি বেশি খেলাধুলার আয়োজন করার আহ্বান জানাচ্ছি।
শনিবার (২৬ মার্চ) রাতে কুতুবপুর ইউনিয়নে অবস্থিত
ভূইঘর সোনালী সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে মরহুম হাজী আমীর আলী স্মৃতি নাইট শর্ট পিছ এল ই ডি টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ভূইঘর সোনালী সংসদের সভাপতি কে এম হুমায়ুন কবির এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা নাজিব মাহমুদ স্বপ্নীল, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো. মনির, কুতুবপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মেম্বার মাসুদ মিয়া সহ এলাকার মুরুব্বিগণ।
উক্ত খেলা পরিচালনায় ছিলেন, কাজী রবিন, কাজী আশিক, সাব্বির মোল্লা, তৌকির কাজী, বিজু কাজী, বায়েজিদ মাহমুদ, ফারদিন ইসলাম, সাজ্জাদ মাহমুদ ও কাউসার মাহমুদ।
সহযোগিতায় ছিলেন, ভূইঘর সোনালী সংসদের সহ-সভাপতি কাজী আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. রনি, কোষাধ্যক্ষ হাসিবুর রহমান শান্ত ও সাংগঠনিক কাজী মো. সাজিদ।