ভাষা শহীদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি-সেন্টু চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু বলেন, ভাষা শহীদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে সংগ্রাম শুরু হয়েছে। পরবর্তীতে ৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি। তাই আমরা সকলে সমগ্র শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।
সোমবার (২১ শে ফেব্রুয়ারী) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে কুতুবপুর ইউনিয়নের স্বনামধন্য দেলপাড়া উচ্চ বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভার আগে মো. মনিরুল আলম সেন্টু চেয়ারম্যান ইউনিয়নের সামাজিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আলোচনা সভায় দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. সাফিউদ্দিন চৌধুরী, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. মোজাম্মেল হোসেন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ।