নির্বাচিত হলে সংসদে সোনারগাঁয়ে গ্যাস সমস্যার কথা বলবেন কায়সার হাসনাত
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের আওয়ামী লীগের প্রার্থী কায়সার হাসনাতের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নে মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় পিরোজপুর ইউনিয়ন ১,২,৩নং ওয়ার্ড ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ পথসভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে কায়সার বলেন, আমরা এখনো অবহেলিত। সোনারগাঁওবাসী অনেক উন্নয়ন থেকে পিছয়ে গিয়েছে। জননেত্রী শেখ হাসিনা জনগনের ভোটে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। নৌকা দিয়ে আমাকে জননেত্রী শেখ হাসিনা নির্বাচন করার জন্য আমাকে পাঠিয়েছেন। আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বরাদ্দ চাই, বরাদ্দ দিয়ে সোনারগাঁয়ের ১০ বছরের কাজ ৫ বছরে পুষিয়ে দিব। আমরা স্মাট সোনারগাঁ গড়ো তুলতে চাই।
নারী ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার মা-বোনদের বর্তমানে একটাই দাবী গ্যাস চাই। গ্যাস হলো রাষ্ট্রীয় একটি সম্পদ। এটাকে রক্ষনাবেক্ষন করার দায়িত্ব আমাদের। আমাদের সম্পদ আমাদের ধরে রাখতে হবে। বৈধ গ্যাস আনা ও কানেকশন দেওয়ার জন্য আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হই সংসদে দাঁড়িয়ে নেত্রীকে বলবো ১০টি বছর সোনারগাঁয়ে মা-বোনেরা অনেক কষ্ট করেছে। তারা বৈধ গ্যাস চায়, অবৈধ গ্যাস চায় না । তারা রাষ্ট্রের সম্পদ ধ্বংশ করতে চায় না। মাননীয় নেত্রী আপনি সোনারগাঁবাসীর মা-বোনদের গ্যাস দিবেন। আমি সংসদে আপনাদের জন্য একবার কেনো যতদিন স্বপ্ন পূরণ করতে না পারবো, ততদিনই আমি সংসদে তাকে বলবো।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকউল্লাহ, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেলসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।