সারাদেশ

আড়াইহাজারে নাশকতার ঘটনায় গুলশান থেকে রাজিবসহ গ্রেপ্তার ১০

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন আড়াইহাজারে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় এজাহারনামীয় তিনজনসহ ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার সকালে তাদেরকে রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নারায়ণগঞ্জ মামলার এজাহার নামীয় আসামি জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব (৫৩), আড়াইহাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমেদ (৫২) ও আড়াইহাজার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আরমান মোল্লা (৪৬)। এছাড়া মামলার অন্য আসামিরা হলেন- আড়াইহাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (৫৪), মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মাসুম শিকারী (৪৫), আড়াইহাজার থানা বিএনপি যুগ্ম সম্পাদক মো. শফিউদ্দিন ভুইয়া (৪৮), আড়াইহাজার থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. শফিউদ্দিন ভুইয়া (৫১), আড়াইহাজার উপজেলা বিএনপি সভাপতি মো. ইউসুফ আলী ভুইয়া (৬৯), আড়াইহাজার থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম (৪৮) ও আড়াইহাজার থানা বিএনপির সহ সভাপতি মো. শাকিল মিয়া (৪০)।

২ নভেম্বর সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারে পাঁচরুখী বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৬ পুলিশ সদস্যসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।  পরে অতিরিক্ত পুলিশ গিয়ে টিয়ার শেল ও রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে তখন তিন অবরোধকারীকে আটক করে পুলিশ।

Back to top button