পূজায় সজাগ থাকার আহবান মেয়র আইভীর
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় ৫১ টি পুজামন্ডপের জন্য ২ লক্ষ ৭০ হাজার টাকা অনুদান দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার (১৮ অক্টোবর) বিকালে নগরভবনের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশন এলাকার পুজামন্ডপের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।
মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, সকল ধর্মীয় উৎসবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সমানভাবে কাজ করে। মসজিদ-মন্দির-কবরস্থান-শ্মশান, গির্জার উন্নয়নের কাজ সমানভাবে করে যাচ্ছে সিটি কর্পোরেশন। প্রতিবছর পুজার সময় সরকারকে বেকাদায় ফেলতে একটি মহল সবসময় তৎপর থাকে, তাদের থেকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি চাই না আমার দল বেকাদায় পড়ুক। আমি মানব ধর্মে বিশ্বাসী হয়ে মানব কল্যাণে যেন সমসময় কাজ করতে পারি সে দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথনন্দ মহারাজ, নাসিক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শঙ্কর রায় প্রমুখ।