সারাদেশ

ইউপি সদস্যকে ধরতে গিয়ে ধস্তাধস্তি: পুলিশের গুলিতে আহত ৩

রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সমসের আলীকে আটক করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তার অনুসারীদের বিরুদ্ধে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে ওই সময় অন্তত তিনজন পুলিশের ছোড়া গুলিতে আহত হন।

রোববার (১৫ অক্টোবর) সকাল ছয়টার দিকে চনপাড়ার তিন নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- চনপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালেক (৫০), ৩ নম্বর ওয়ার্ডের মো. রাজু (৩৬) এবং ৫ নম্বর ওয়ার্ডের আবু সাঈদ (৫৫)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়েছিল বলে জানতে পেরেছি। সেখানে গুলি চালানোর ঘটনা সম্পর্কেও অবগত হয়েছি। তবে কী কারণে তারা অভিযান চালিয়েছিল সেই বিষয়ে বিস্তারিত এখনও পাইনি। আমরা খোঁজখবর করছি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ৩ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য সমসের আলীর বাড়ির সামনে সাদা একটি মাইক্রোবাস থামে। ওই গাড়ি থেকে অস্ত্র হাতে কয়েকজন লোক সিভিল পোশাকে নেমে আসেন। তারা সমসেরের বাড়িতে ঢুকে তাকে নিয়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে সমসেরের অনুসারী তাদের বাধা দিলে তারা নিজেকে ডিবি পুলিশ বলে পরিচয় দেন। পরে অনুসারীকে সমসেরকে নিয়ে যেতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সাদা পোশাকের লোকজন গুলি ছোড়েন। তাদের ছোড়া ছররা গুলিতে অন্তত তিনজন আহত হন।

চনপাড়া বস্তি নামে অধিক পরিচিত চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মাদক ব্যবসা ও অপরাধের নিয়ন্ত্রক ছিলেন প্রয়াত ইউপি সদস্য বজলুর রহমান। তার মৃত্যুর পর উপনির্বাচনে ইউপি সদস্য হন সমসের আলী। বর্তমানে চনপাড়া নিয়ন্ত্রণ করেন তিনি। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

Back to top button