সারাদেশ

পলিথিন কারখানায় অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ফতুল্লায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৩২৫ কেজি পলি দানা, ৬ হাজার পিস প্লাস্টিক প্যাকেট ও ১৫০ কেজি প্লাস্টিক ওয়েস্টেজ জব্দ করা হয়।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে ফতুল্লার মধ্য ধর্মগঞ্জের ঢালীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন র‍্যাব-১১ নারায়ণগঞ্জ, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ ও ডিপিডিসি ফতুল্লা জোন।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী, পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ রয়েছে। অভিযানে মধ্যধর্মগঞ্জে অবস্থিত আলম এর পলিথিন উৎপাদনকারী কারখানা থেকে প্রায় ৩৩০ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ, পিপি দানা ও পলি রোল জব্দ করা হয়। এছাড়া কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Back to top button