সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ কায়সার হাসনাত বলেছেন, সমাবেশ সফল হবে। লোকে লোকারণ্য হয়ে যাবে। নেতাকর্মীরা ১০ বছর যাবৎ উজ্জীবিত অবস্থায় আছে। আমরা ঐক্যবদ্ধ আছি। কিন্তু সমস্যা আমাদের মধ্যে। কে বা কাহারা এটাকে কোন্দল বিরোধ বলে আমাদের আওয়ামী লীগকে ধ্বংশ করছে।
শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতী ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামী ১৩ অক্টোবর কাঁচপুরের শান্তি সমাবেশ সফল করার লক্ষে সোনারগাঁ আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
কায়সার বলেন, ১৩ তারিখে আমাদের কেন্দ্রীয় নেতারা আসছে তাদেরকে আমাদের সম্মাণ দেখাতে হবে। সেটা করতে হবে আমাদের সমাবেশ সফল করে। সমাবেশে যাতে বিশৃঙ্খলা না ঘটে আমরা সজাগ আছি থানা আওয়ামী লীগ। যারা বিশৃঙ্খলা ঘটাবে তাদের রাজনীতি সোনারগাঁ থেকে ধ্বংশ হয়ে যাবে। প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার কথা হচ্ছে। যারাই এখানে একটা নূন্যতম বিশৃঙ্খলা করবে তার রাজনীতি সেদিনই ইতি টানতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সহ-সভাপতি মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডঃ আবু জাফর চৌধুরী বিরু, আওয়ামীলীগ নেতা এ এইচ এম মাসুদ দুলাল, দীপক কুমার বনিক, এস এম জাহাঙ্গীর হোসেন, নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুুগ্ন সম্পাদক আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক হাজী মো. সোহাগ রনি, মোস্তাফিজুর রহমান মাসুম, জাকির হোসাইন, সদস্য গাজী মুজিবুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, সোনারগাঁ ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ প্রমুখ।