সারাদেশ

‘সমস্ত বাঁধা বিপত্তি অতিক্রম করে সমাবেশ সফল করবো’

নারায়ণগঞ্জ যুবদল নেতার সাক্ষাৎকার

নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশ আগামী ২৭ সেপ্টেম্বর। দীর্ঘদিন পর নারায়ণগঞ্জে বিএনপি নেতা-কর্মীরা এই সমাবেশকে ঘিরে চাঙা হয়ে উঠেছেন। সমাবেশের প্রস্তুতিসহ নানা বিষয়ে সময় সকাল কথা বলেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজলের সঙ্গে।

সময় সকাল: নারায়ণগঞ্জে সমাবেশ ২৭ সেপ্টেম্বর। সমাবেশ সফল করার জন্য আপনাদের প্রস্তুতি কেমন?

সজল: মহানগর যুবদল সার্বিকভাবে প্রস্তুতি নিয়েছে। কালকের সমাবেশ ইনশাল্লাহ সফল হবে।

সময় সকাল: কেমন লোক হতে পারে। সমাবেশ অতীতের রেকর্ড ভাঙবে কিনা?

সজল: আগে যে সমাবেশ হয়েছে তার থেকে তুলনায় আরও বেশি লোকজন অংশগ্রহণ করবে। কারণ জনগন এখন বিএনপির সাথে সম্পৃক্ত।

সময় সকাল: সমাবেশে যুবদলের পক্ষ থেকে কোনো আকর্ষণ আছে কিনা? 

সজল: যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনসহ যাবতীয় যে সাজসজ্জা রয়েছে সেসব প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে।

সময় সকাল: এ জনসমাবেশের উদ্দেশ্য কী?

সজল: হাসিনার পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের উদ্দেশ্যে এ জনসমাবেশ।

সময় সকাল: সমাবেশে বাঁধা আসার আশঙ্কা আছে কিনা?

সজল: সরকার চেষ্টা করছে সমাবেশকে পন্ড করার জন্য। আর্ন্তজাতিকের নজর বাংলাদেশের উপর আছে। তাই তারা কিভাবে করবে আমরা জানি না। তবে সমস্ত বাঁধা বিপত্তি অতিক্রম করে আমরা সমাবেশ পালন করবো।

সময় সকাল: নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা?

সজল: এক দফা আন্দোলনে সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী রাজপথে থাকবে। এই জুলুম সরকারের হাত থেকে রক্ষা করবে। ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে আন্দোলন সবাই ঐক্যবদ্ধ থাকলে আমরা সফল হবো।

Back to top button