ঘূর্ণিঝড় রেমাল: তোলারাম কলেজের নবীন বরণ স্থগিত
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে স্থগিত হয়েছে সরকারী তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠান।
মঙ্গলবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও তোলারাম কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদ।
কলেজ সূত্রে জানা গেছে, বুধবার (২৮ মে) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের, বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল জেলা মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান লিপির।
এছাড়া সাংস্কিৃতিক অনুষ্ঠানে নবীনদের মন মাতাতে আসবে জনপ্রিয় মিউজিক্যাল ব্যান্ড আর্ক। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের আঘাতে স্থগিত করা হয়েছে।
হাবিবুর রহমান রিয়াদ গণমাধ্যমকে বলেন, নবীন বরণ অনুষ্ঠানটি প্রতিবছর আমাদের কলেজে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব আমাদের জেলায় আগামী ৩-৪ দিন থাকতে পারে। এই অবস্থায় নবীন বরণ অনুষ্ঠান করা সম্ভব নয় তাই এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ জানানো হবে।