গোদনাইল বাড়ৈইপাড়ার সাথী আক্তারের হুমকি, থানায় জিডি
সিদ্ধিরগঞ্জের বাড়ৈইপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রহমান একটি মামলায় জামিন নেয়ার পর পুনরায় তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার সাহাবুদ্দিনের মেয়ে সাথী আক্তারের বিরুদ্ধে৷এই ঘটনায় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে৷
এ ব্যাপারে আব্দুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাড়ৈইপাড়া এলাকার মোঃ সাহাবুদ্দিনের মেয়ে সাথী আক্তারের সাথে বাড়ির সীমানা নিয়ে আমার বিরোধ চলে আসছিলো৷ এই বিরোধের জের ধরে আমার বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে৷ পরে আমাকে গ্রেফতার করায়৷ তারপর মামলার কাগজ তুলে দেখি আমাকে ৩২৩/৫০৬/৩৪ এবং ১০/৩০ ২০০০ ধারায় আমাকে মামলা করেছে৷ সেই মামলায় আমার বয়স ২৫ বছর কম দেখানো হয়েছে এবং অনেক মিথ্যা কথা বলে (নাজমুল হক শ্যামল) বিচারক (জেলা ও দায়রা জজ) আদালতে মামল করেছে৷ পরে আমার উকিলের মাধ্যমে জানতে পাই থানার তদন্ত ছাড়াই আদালত নাকি সিদ্বিরগঞ্জ থানায় মামলা রুজু করতে বলা হয়েছে৷ পরে ১৭দিন জেল খেটে বিজ্ঞ আদালত থেকে জামিন পেয়েছি৷
আর এই মামলায় জামিনে আসার পর সাথী আক্তার আামার বিরুদ্ধে পুনরায় মিথ্যা মামলা করবে বলে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে৷ গত ১ জুন আমার বাড়ির সামনের রাস্তায় এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমাকে ও আমার ছেলের বিরুদ্ধে পুনরায় মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ জেল খাটাবে বলে বিভিন্ন ভয়ভীতি হুমকি প্রদান করছে৷ এমতাবস্থায় আমি আইনের আশ্রয় প্রার্থনা করছি৷