Uncategorizedসারাদেশ

অপারেশন ডেভিল হান্ট: মদনপুরে শ্রমিকলীগের সভাপতি গ্রেপ্তার

বন্দরে ডেবিল হান্ট অভিযানে মদনপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি কবির হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বন্দর উপজেলার ফুলহর এলাকার মৃত জয়নাল আবেদীন মিয়ার ছেলে।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বন্দর উপজেলার ফুলহরস্থ ভোজন বিলাশ রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১৮(২)২৫নং মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টায় বন্দর থানার একরামপুর এলাকার কদম রসুল কলেজের সামনে শ্রমিকলীগ নেতা কবির হোসেন তার সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কিছু নেতাকর্মীর সাথে যোগ দেন। এসময় তারা বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী আশিককে হত্যার উদ্দেশ্যে বেদম মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে।

Leave a Reply

Back to top button