সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চান মুহাম্মদ গিয়াসউদ্দিন

‘নির্বাচনের জন্য প্রতিদিন একটা না একটা অনুষ্ঠান করছি। অনেকে অনেক কিছু বলবে সেগুলো শুনবেন না। আমি যে নির্বাচনে নেমেছি এটাই বিশ্বাস করবেন এবং আমাকে নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আগামী দিনে জনগণের কাছে যাবো এবং দেশ ও জনগণের কল্যানে কাজ করবো। এবং নারায়ণগঞ্জকে সুন্দর নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তুলবো।’
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন এ কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার তিনটি নির্বাচনে জনগণের ভোটের অধিকার হরণ ও গণতন্ত্রকে ধ্বংশ করেছিলো। সমগ্র দেশবাসী এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দেখতে চায়। তারা ভোট প্রয়োগ করে পচ্ছন্দের প্রার্থীকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চায়। তারা বিশ্বাস করে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে তাহলে দেশের কল্যানে কাজ করবে।
গিয়াসউদ্দিন বলেন, আমরা এখন সোনারগাঁয়ের সাথে সম্পৃক্ত হয়েছি। শীতলক্ষ্যা নদীর পারে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এখন দুই ভাই। আমরা নতুন করে ভ্রাতৃত্ব সেতুবন্ধন রচনা করছি। আগামী দিনে সোনারগাঁয়ের প্রত্যাশা পূরণের জন্য যে উন্নয়ন প্রয়োজন আমরা করে দিবো।
বিএনপির এ নেতা বলেন, ভোটারদের সম্মান দিতে হবে, ভালোবাসা ও বিনয়ের মাধ্যমে তাদের মন জয় করতে হবে। আপনারা ১নং ওয়ার্ডের প্রত্যেকটি ঘরে ঘরে মা বোন ও বাপ ভাইয়ের কাছে যাবেন এবং তাদের কাছে ভোট চাইবেন। নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপির মনোনিত প্রার্থীদের বিজয় করতে কাজ করছি। আপনারা আমার মানুষ, আমি আপনাদের মানুষ। আপনারাও এ কাজে শরীক হবেন।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল, ডিএইচবাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাতসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।