Uncategorizedসারাদেশ

ফের গ্রেপ্তার ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধান

দেশবিরোধী কর্মকাণ্ডে অর্থ ও পরামর্শ দিয়ে সহায়তা করার অভিযোগে ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সকালে আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোজাম্মেল হক মামুন আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়ে, সেলিম প্রধান (৫২) দেশের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অর্থযোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। এছাড়া, আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা যায়। গ্রেপ্তারকৃত আসামি সারাদেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের সংগঠিত করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এজন্য এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন বলেই জানানো হয় আবেদনে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২২ এপ্রিল সকালে গুলশান-১ এর জব্বার টাওয়ারের পাশে ৩০/৩৫ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। পুলিশ সেখানে গিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যান। এ ঘটনায় ওইদিনই পুলিশ বাদী গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে রাজধানীর গুলশানের বারিধারার নেক্সাস ক্যাফে প্লেস নামক একটি রেস্তোরাঁ থেকে সেলিম প্রধানসহ ৯ জনকে আটক করা হয়। পরে গুলশান থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় গত সোমবার তিনি ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান।

 

Leave a Reply

Back to top button