‘পুনর্বাসন ছাড়া হকাররা রাজপথ থেকে যাবে না’
হকারদের পুনর্বাসন ও উচ্ছেদের প্রতিবাদে অবস্থান কর্মসূচি করেছে নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদ।
শনিবার (১০ ফেব্রূয়ারি) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি করেন শতাধিক হকার। এর আগে হকার্স মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করেন তারা।
সমাবেশে নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুল ইসলাম ওরফে আসাদের সভাপতিত্বে হকারদের পক্ষে বক্তব্য রাখেন হকার্স সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আজকে হকাররা না খেয়ে বসে আছে। প্রতিটা হকার যেনো রাস্তায় বসে থাকে। আমাদের অধিকার সংগ্রাম না হওয়া পযর্ন্ত আমরা রাজপথ ছাড়বো না। পুনর্বাসনের আগে কোনো হকার উচ্ছেদ করা যাবে না। রাজপথ থেকে আন্দোলন করে আমাদের অধিকার আদায় করবো। যেখানে যাওয়ার দরকার আমরা সেখানেই যাবো কিন্তু রাজপথ ছাড়বো না।
নেতৃবৃন্দ আরো বলেন, মাননীয় মেয়র মহোদয় আমাদের উচ্ছেদ করে কোনো লাভ হবে না। আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেন। আর যদি না করে দেন একটা হকারও রাজপথ থেকে যাবে না।