Uncategorizedসারাদেশ

নারায়ণগঞ্জে সমাজকল্যান সচিব, ‘স্বতঃস্ফূর্তভাবে আনন্দ নিয়ে পূজা উদযাপন হচ্ছে’

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার নবমীর দিনে নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।

বুধবার (১ অক্টোবর) দুপুরে আমলাপাড়া পূজামন্ডপ ও রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন তিনি। এসময় তিনি পূজা কমিটির নেতাদের সাথে কুশল বিনিময় করেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জে দুইটা মণ্ডপ পরিদর্শন করেছি। স্বতঃস্ফূর্তভাবে আনন্দ নিয়ে এখানে পূজা উদযাপন হচ্ছে। এটা দেখে আমার ভালো লেগেছে। দশমী বিসর্জন হওয়া পযর্ন্ত ঠিক একইভাবে সহাবস্থানের মাধ্যমে আপনারা পূজা পালন করেন। জেলা প্রশাসক বলেছেন; এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ। আপনারা এ ঐতিহ্য ধারণ ও লালন করেন। তখনই আমরা দেশ হিসেবে এগিয়ে যাবো।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহা পরিচালক সাইদুর রহমান খান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন, মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন,আমলাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা প্রমুখ।

 

Leave a Reply

Back to top button