জনগন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : গিয়াসউদ্দিন
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, মুল্যবৃদ্ধির কারনে আজ মানুষ নিত্য প্রয়োজনিয় পণ্য কিনতে চোখের পানি ঝরাচ্ছে। আজ জনগন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বুঝতে পেরেছে, জনগন যদি একবার ভোট দেয়ার সুযোগ পায় তাহলে তারা আর কোনদিন ক্ষমতায় থাকতে পারবে না। সেই ভয়ে ভিত হয়ে ১৪ ও ১৮ সালের মতো দিনের ভোট রাতে করে ক্ষমতায় থাকতে চায়।
শুক্রবার (১৯ মে) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্ত্রজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু।
আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।