কাশিপুরে টিটু, ‘তারা নেতাদেরকে তেল না পেট্রোল মারছেন’

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেছেন, আমরা আজকে নিজেরা নিজেরাই প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাচ্ছি। জেলা বিএনপিকে বলবো, যাদেরকে আপনারা কমিটি দিয়েছেন তাদের বাইরে যেনো কেউ আরেকটি ব্যানার করে অনুষ্ঠান না করতে পারে। ইতিমধ্যে আপনারা দেখেছেন করেছে। তাই দলীয় সিদ্বান্ত অনুয়ায়ী আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।
শুক্রবার (২৫ জুলাই) বিকালে কাশিপুর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
টিটু আরও বলেন, যারা ফতুল্লার ব্যানারে অনুষ্ঠান করছে বর্তমানে তারা কেউ দলের সদস্য পদে নেই। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছি। আর তারা বিএনপির বদনামের জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন। এমনভাবে তাদের নেতাদেরকে তেল মারছে, মনে হচ্ছে তেল না পেট্রোল মারছেন। তারাও জ্বলে যাচ্ছেন, তাদের নেতাকেও জ্বালিয়ে দিচ্ছেন। ব্যক্তিগতভাবে নেতাকে এভাবে তেল মারার ধরকার নাই।
বিএনপির এ নেতা বলেন, যারা অন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছে মাঠে তাদের দল নমিনেশন দিবে। যারা দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান করেছিলেন তারা আজকে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। আমাদের নেতা তারেক রহমান, দেশনেত্রী খালেদা জিয়া যাকে ধানের শীষ তুলে দিবেন তাকে বিজয়ী করে আমরা ঘরে ফিরবো।
কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ। আরও উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশেকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবন্দ।