Uncategorizedরাজনীতি

অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা হবে না: খোকন

‘অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা হবে না’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। তিনি বলেন, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিলো; যারা গুলি ও জেল খেটেছে তাদেরকে জাতীয়তাবাদী দল অবশ্যই মূল্যায়ন করবে। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ওই কথা বলেন। 

খোকন আরও বলেন, যারা বিগত দিনে আওয়ামী লীগ করেছে তারা এখন নব্য বিএনপি সাজছে। তাদের স্থান বিএনপিতে হবে না। দেশনায়ক তারেক রহমান বলেছেন যারা বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করবে তাদেরকে প্রচলিত আইনে শাস্তি দেওয়া হবে। যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে বহিষ্কার করা হবে। 

দেশনায়ক তারেক রহমানের ডাকে গনতন্ত্র মুক্তি পেয়েছে উল্লেখ করে বিএনপির এ সেক্রেটারি বলেন, আজকে গনতন্ত্র মুক্তি পাওয়াতে বাংলাদেশে বাক স্বাধীনতা ফিরে এসেছে। কথা বলার অধিকার ফিরে এসেছে। সাংবাদিকদের স্বাদীন ভাবে লেখার অধিকার ফিরে এসেছে। গনতন্ত্রের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আজকের এ সমাবেশ। 

Back to top button