Uncategorized

১১-২০ গ্রেডের সরকারি কর্মচারীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম জেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নগরীতে (১১-২০) গ্রেডের সরকারি কর্মচারীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম নারায়ণগঞ্জ জেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার (১৮ জুন) বিকেল ৬টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুল্লাহ মোহাম্মদ হালিম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেনিপ ১১-২০ ফোরামের সভাপতি লুৎফর রহমান।

এছাড়াও সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেনিপ ১১-২০ ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেনিপ ১১-২০ এর সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রব লাবু, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান শামীম, ১১-২০ ফোরাম ঢাকা বিভাগীয় সভাপতি মৌসুমী প্রধান, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, মিরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান আনিস, সাধারণ সম্পাদক এম.এম জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শিশির সহ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আল-ইমরান মুন্না, সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র দেবনাথ, ফাহেদ ওসমান, মনির, মামুন, শুভ, রাশেদুল সহ অন্যান্য নেতৃবৃন্দগণ।

Back to top button