Uncategorized

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট পদ্ধতি আবিষ্কার করেছি : ডিসি

ফতুল্লায় নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদুল হাসান।
বুধবার (২৪ মার্চ) দুপুরে ফতুল্লার ৪নং ওয়ার্ড পারিবারিক মিলনায়তন মাঠে নিম্ম আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় এ খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় ফতুল্লা ৪নং ওয়ার্ডের কয়েকশ পরিবারের মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী হলো- দুই লিটার সয়াবিন তেল (প্রতি কেজি ১১০ করে) ২২০ টাকায় ও দুই কেজি মসুর ডাল (প্রতি কেজি ৬৫ টাকা) ১৩০ টাকায়।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, গত বছর উদ্বোধন করেছিলাম। পুরো নারায়ণগঞ্জে ১ লাখ ৬৯ হাজার মানুষের মাঝে আমরা টিসিবির পন্য বিতরণ করেছি। আজকে পুরো জেলা ঘুরে ঘুরে দেখলাম। দ্রুততম সময়ের মাধ্যমে এটা বিতরণ করা সম্ভব হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো স্মার্ট বাংলাদেশের জন্য এরকম একটা স্মার্ট পদ্ধতি আমরা আবিষ্কার করেছি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনসহ ইউনিয়নের সদস্যরা।

Leave a Reply

Back to top button
%d bloggers like this: