Uncategorized

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: নগরীতে আজমেরী ওসমানের বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সন্তান আজমেরী ওসমানের নির্দেশনায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে হাজার হাজার কর্মী এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর আল্লামা ইকবাল রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া গোলচত্বর ঘুরে পুনরায় আল্লামা ইকবাল রোডে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা কাজি আমির, খায়রুদ্দিন মোল্লা, মঞ্জুর আহম্মেদ, মো. হোসেন, আব্দুল হামিদ প্রধান, মো. দিপু, মো. নাসির হোসেন, মনির হোসেন, সুমন, ফুটবলার মনির সহ অন্যান্যরা।

Back to top button