Uncategorized

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: নারায়ণগঞ্জে জেলা আ.লীগের বিক্ষোভ

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।

সোমবার (২২ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বিকেলে শহরের দুই নং লেলগেইট এলাকার আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল শুরু করে চাষাঢ়া এলাকা হয়ে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, শহীদুল্লাহ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, মাহফুজুর রহমান কালামসহ প্রমুখ।

Back to top button