Uncategorizedসারাদেশ

আদালতপাড়ায় জলাবদ্ধতা দেখার কেউ নেই

সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়ে পড়ে নারায়ণগঞ্জ আদালত ভবন এলাকা। জলাবদ্ধতার ফলে দুর্ভোগ পোহাতে হয় আইনজীবী, আদালত ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী সহ বিচারপ্রার্থীদের।

সরেজমিনে দেখা যায়, জেলা প্রশাসকের মূল গেইটের সামনে আদালত অংশে ও বিআরটিএ ভবনের গলির মাথায় গত কয়েক দিন আগের বৃষ্টির পানি জমে আছে। পানি জমে থাকলেও যেন দেখার কেউ নেই। 

আইনজীবী সমিতির এক সদস্যের সাথে কথা হলে তিনি জানান, আমরা বিষয়টি আইনজীবী সমিতির সেক্রেটারি আনোয়ার প্রধানের কাছে অবগত করি। তিনি জেলা প্রশাসকের কামরুল ভাইয়ের কাছে বিষয়টি সমাধানের জন্য অবগত করেন। এখন পযর্ন্ত আমরা কোনো কার্যকর উদ্যেগ দেখেনি। কিছুদিন পর আমাদের বারের নির্বাচন। প্রচার প্রচারণা করতেও আমাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু আমরা না যারা বিচারপ্রার্থী তারাও দুর্ভোগ পোহাচ্ছেন।

জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়ে এ আইনজীবী বলেন, বিষয়টি সড়কের ব্যাপার। আপনি যদি সড়ক বিভাগকে বলে দেন তাহলে এই সমস্যা সমাধান হয়ে যাবে।

 

Leave a Reply

Back to top button