সারাদেশ

সেলিম ওসমান দলের না, এখন জনগনের : দেলোয়ার

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার প্রধান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে শুধু সেলিম ওসমানের নির্বাচন নয়। এই নির্বাচন এই আসনের সকল মানুষের নির্বাচন। বাংলাদেশের অনেক এমপি আমরা দেখেছি, কিন্তু ব্যাক্তি সেলিম ওসমানের মতো এমপি খুবই বিরল। আমরা এই সেলিম ওসমানকে হারালে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দরে ‘আলহাজ্ব খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে, নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমান নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের মার্কা নৌকা বা লাঙ্গল না। আমরা ব্যাক্তি মানুষের উপর বিশ্বাস করি। আমাদের মার্কা সেলিম ওসমান। আমরা কোন মার্কার বিজয় চাই না। আমরা চাই সেলিম ওসমানের বিজয়। আমরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি মিলে সম্মিলিত ভাবে কাজ করে সেলিম ওসমানের বিজয় নিশ্চিত করবো। সেলিম ওসমান কোন দলের না এখন, তিনি এখন জনগনের। আমার বিশ্বাস প্রতিটা মা-বোন কাছে আমরা গেলে তারা অবশ্যই আমাদের সমর্থন করবে।

দেলোয়ার হোসেন বলেন, আমরা বিশ্বাস করি বন্দরের মানুষ সেলিম ওসমানের উন্নয়নকে ভোট দিবে, সেলিম ওসমানে মানুষের জন্য যে ভালোবাসা সেটা দেখে মানুষ তাকে ভোট দিবে। এমন একজন দানবীর যদি আমাদের পাশে থাকে। তাহলে আমাদের জন্য ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নয়নের জোয়ার নিয়ে আসবে। আমি সবাইকে অনুরোধ করবো,নিজের জন্য না হলেও নিজের সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আপনারা সেলিম ওসমানকে ভোট দিবেন।

সভায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান। আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব কামাল হোসেনসহ নেতৃবৃন্দ।

Back to top button