সারাদেশ

‘চাচার হাত ধরে রাজনীতি শুরু’

‘চাচার হাত ধরে রাজনীতি শুরু’ বলে মন্তব্য করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

গত ১২ ডিসেম্বর সকালে সড়ক দূর্ঘটনায় নিহত হন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের চাচা নুরুল ইসলাম।এ ঘটনায় আহত হন নুরুল ইসলামের ছেলে পাপ্পু।

মাসুম বলেন, চাচার হাত ধরে আমার রাজনীতি জীবন শুরু। খেলোয়াড়ও হয়েছিলাম আমার চাচার হাত ধরে। ছোট থেকে তিনি আমাকে অনেক ভালোবাসতেন।দীর্ঘ ১২ বছর তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিত্ব ও দুইবার চেয়ারম্যান করেছে। সমাজে অনেক শিক্ষা ও উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি সমাজসেবক ও পরিশ্রমী ছিলেন। গতকাল তিনি মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এ শোক সহ্য করার ক্ষমতা আমাদের পরিবারের নেই। আমি উনার বড় ভাতিজা হিসেবে পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা তার জন্য দোয়া করবেন।

এসময় জানাজায় অংশগ্রহণ করেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নৌকার মনোনিত প্রার্থী কায়সার হাসনাত, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গভেষনা উপ-কমিটির সদস্য এ.এইচ.এম. মাসুদ দুলাল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সোহাগ রনি, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, সোনারগাঁ ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, নিহত নুরুল ইসলামের ছেলে পাপ্পু সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

Back to top button