সারাদেশ

বিএনপি সভাপতির হাতে লাঞ্চিত যুবদল নেতা

মঞ্চে নেতাদের সাথে ছবি তুলতে গিয়ে মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান কতৃক রুপগঞ্জ যুববদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্সকে ধাক্কা ও শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ধাক্কাধাকি ও উত্তেজনা বিরাজ ছিলো।

শনিবার (১৪ অক্টোবর) সকালে নগরীর প্রেসক্লাবের সামনে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করে জেলা ও মহানগর বিএনপি।

দলীয় নেতৃবৃন্দ জানান, রুপগঞ্জ যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স নেতাদের সাথে ছবি তুলতে মঞ্চের সামনে আসেন। হঠাৎ করে মহানগরের আহবায়ক সাখাওয়াত তেড়ে এসে ধাক্কা মারে এবং শারীরিকভাবে লাঞ্চিত করে। সাখাওয়াতের পিছনে দেখা যায় সদস্য সচিব টিপুকে। উগ্র ভাষায় রাগী মেজাজে খারাপ আচরণ করতে থাকে প্রিন্সের সাথে আসা নেতাকর্মীদের। এরপর বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনির ও জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক পরিস্থিতি শান্ত করে নিয়ন্ত্রনে আনে।

নেতৃবৃন্দের অভিযোগ,  জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন সহ নারায়ণগঞ্জ বিএনপির অনেক নেতাদের নামে মামলা রয়েছে। এ কারণে জেলার অনেক নেতা উপস্থিত হননি। সে সুযোগে সাখাওয়াত টিপুর অনুগামী নেতারা জেলার নেতাদের সাথে উগ্র আচরণ করেছে। দলের দু:সময়ে এমন আচরণ কর্মীদের সাথে ঠিক করা হয়নি সাখাওয়াত সাহেবের। তার এহেন আচরণে কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন।

এ বিষয়ে বক্তব্য নিতে রুপগঞ্জ যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্সের ফোনে একাধিকবার কল করা হলে তিনি কলটি রিসিভ করেননি। যার ফলে তার বক্তব্য সংযুক্ত করা হয়নি।

Back to top button