সারাদেশ

সাংবাদিকদের সাথে শামীম ওসমানের মতবিনিময়

মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতা রুখতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সোমবার (১৫ জানুয়ারী) রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় শামীম ওসমান বলেন, ভালো কাজ করতে গেলে বাধা আসবেই। আল্লাহ রাসূল ভালো কাজ করতে বাধার সম্মুখিন হয়েছেন। আমি তো কেবল আল্লাহর বান্দা। আমি এবার নারায়ণগঞ্জে একটি কাজ করতে চাই। তা হলো নারায়ণগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুদের বিরুদ্ধে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা দরকার।

তিনি আরও বলেন, একটা সংগঠন করা হবে যার নাম হবে প্রত্যাশা। নারায়ণগঞ্জের সকল সাংবাদিক, ব্যবসায়ী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ সকলকে নিয়ে এইসব সমস্যাগুলো সমাধানে কাজ করবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ শামীম ওসমানের এই উদ্যোগকে স্বাগত জানায়। পাশাপাশি তার এই উদ্যোগের সাথে থাকার কথাও জানান সাংবাদিকরা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কার্যকরী সদস্য মাহফুজুর রহমান, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, ড. রুমন রেজা, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমীর হোসাইন স্মীথসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Back to top button