সারাদেশ

সোনারগাঁকে ঘুষ, মাদক দুর্নীতি মুক্ত উপজেলা গড়তে চাই : নয়া ডিসি

নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আগমন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান-উল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় মাহমুদুল হক বলেন, যেকোনো সময় সব ধরনের সমস্যা নিয়ে আপনারা আমার সাথে দেখা ও কথা বলতে পারবেন, এতে কারো কোন অনুমতি লাগবে না। আমি আপনাদের মাধ্যমে পুরো নারায়ণগঞ্জ তথা সোনারগাঁ উপজেলাকে দুনীতি, ঘুষ ও মাদক ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা গড়তে চাই। এক্ষেত্রে কারো কোনো ধরনের অবহেলা ও জড়িত থাকার অভিযোগ বা প্রমান পেলে তাৎক্ষণিক ব্যবস্হা নেয়া হবে।

যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. ইব্রাহীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গণিসহ প্রমুখ।

Back to top button