Uncategorized

গনসংযোগে কায়সার হাসনাত ‘মোগড়াপাড়া রাজনীতির শিকড়’

নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নে গণসংযোগ করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী কায়সার হাসনাত।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে মুরুব্বিদের কাছে দোয়া প্রার্থণা, ছোটদের মাথায় হাত বুলিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের কাছে নির্বাচনের ডাক পৌঁছান তিনি। এসময় এলাকাবাসীর সাথে কুশোল-বিনিময় করার সময়ে ‘নৌকা’র মাঝিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় কায়সার হাসনাতের সাথে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে কায়সার হাসনাত বলেন, মোগড়াপাড়া ইউনিয়ন রাজনীতির শিকড়। এ শিকড়কে নষ্ট করার জন্য আমার দাদা মরুহুম সাজেদ আলীর থেকে শুরু হয়েছে। আমরা চাই আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে আমরা যেনো নৌকায় ভোট দিতে পারি।

কায়সার আরও বলেন. ১০ বছর আমরা নৌকায় ভোট দিতে পারি নাই। ৭ তারিখে ফজরের নামাজের পর সর্বপ্রথম আমি সেখানে গিয়ে ১০ বছরের ব্যথা নৌকায় ভোট দিয়ে দূর করবো এবং দুই রাকাত শুকরানা নামাজ পরে এলাকায় এলাকায় ঘুরবো এবং জিজ্ঞেস করবো কোথায় কি হচ্ছে।

প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচারণা করছেন নারায়ণগঞ্জের ৫ টি আসনের প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। অবশেষে ৭ জানুয়ারী ভোট গ্রহণ করা হবে।

Back to top button