সারাদেশ

নারায়ণগঞ্জ ক্লাবের নতুন কমিটি, বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি টিটু

এলিট শ্রেণির ক্লাব ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ টিটু।এ নিয়ে তিনি পঞ্চমবারের মতো দায়িত্ব পালন করবেন ঐতিহ্যবাহী এ ক্লাবে।

তানভীর আহমেদ টিটু বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।এছাড়াও তিনি বাংলাদেশের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ শামীম ওসমানের শ্যালক।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এবারে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মঞ্জুরুল হক।

পরিচালনা পরিষদের সহসভাপতি পদসহ ১০টি পদে নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।

সিনিয়র সহ সভাপতি পদে বিপ্লব সাহা রামু ৭৮১ ভোট ও সহ সভাপতি পদে এস এম রানা ৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরিচালক পদে যারা নির্বাচিতরা হলেন-আমিনুজ্জামান মৃধা ১৩৪৫ ভোট, ইফতেখার আহমেদ পুলক ১৩৩৫ ভোট, দুলাল মল্লিক ১৩১৮ ভোট, সেলিম রেজা সিরাজী ১৩০২ ভোট, মো. সাইফুর রহমান ১২৮৮ ভোট, মো. তাইজুদ্দিন আহমেদ ১২৩৯ ভোট, মঈনুল হাসান ১২৩৬ ভোট ও সোহাগ রনি ১২০৩ ভোট।

এক প্রতিক্রিয়ায় তানভীর আহমেদ টিটু বলেন, এবারের নির্বাচন নিয়ে আমার পাঁচবার হলো। ক্লাবের সকল সদস্যরা আমাকে যে ভালোবাসা দিয়েছে ও সম্মানটুকু রেখেছে আমি কৃতজ্ঞ। ক্লাবের যে প্রতিদিন কাজগুলো থাকে সেগুলো অবশ্যই করবো। সবচেয়ে গুরুত্বপূর্ন হলো ক্লাবের নতুন বিল্ডিং এর কাজটাকে চলমান রাখা এবং যথাসময়ে সমাপ্ত করা।

Back to top button