Uncategorized

বাংলাদেশের মধ্যে সোনারগাঁয়ে মাইলফলক মডেল নির্বাচন হবে : কায়সার

সোনারগাঁয়ে শান্তিপূর্ন পরিবেশে ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। নির্বাচন কমিশনারের নেতৃত্বে ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় সোনারগাঁয়ে বাংলাদেশের মধ্যে একটি মাইলফলক মডেল নির্বাচন হবে। এ বাইরে আর কোনো ব্যতয় ঘটবে না। প্রশাসন সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আমি, আপনি ও অন্য কেউ চাইলেও অনিয়ম-বিশৃঙ্খলা-সন্ত্রাসী কার্যকলাপ করে কেউ পার পাবে না।

বছরের শেষ দিন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পিরোজপুরে যান নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের পদপ্রার্থী কায়সার হাসনাত। সেখানে তিনি সোনারগাঁ‘র জনমানুষের উদ্দেশ্যে এই বক্তব্য রাখেন।

তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্মানহানী করতে সোনারগাঁয়ে রাজনীতিতে আসিনি। আমরা সোনারগাঁয়ে এসেছি জনগণকে নিয়ে ও তাদের সেবায় রাজনীতি করতে। গরীব দু:খী মানুষের দোয়া নিয়ে রাজনীতি করতে এসেছি। তাদের দোয়ায় হলো আমার রাজনীতির পুঁজি। বিভিন্ন সন্ত্রাসবাহিনী আমাকে পরিচালিত করবে এটার সুযোগ নেই।

এ সময় তিনি প্রতিশ্রতি দেন আগামী নির্বাচনে তিনি নির্বাচিত হলে সোনারগাঁয়ের মানুষ যে গ্যাস সমস্যায় ভুগছেন তা সুষ্ঠুভাবে সমাধানের জন্য সংসদে দাড়িয়ে বার বার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনের চেষ্টা করবেন।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকউল্লাহ, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেলসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।

Back to top button