সারাদেশ

বায়ু ও শব্দদূষণের দায়ে ৩ কারখানাকে জরিমানা

নারায়ণগঞ্জে বায়ু ও শব্দ দূষণের অভিযোগে ৩টি শিল্প কারখানাকে ৬ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে জেলার ৩ উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বায়ুদূষণের অভিযোগে বন্দরের মদনপুর দেওয়ানবাগ এলাকার মেসার্স বিক্রমপুর রি রোলিং মিলস (প্রা.) লিমিটেড, সোনারগাঁয়ের বড় নগর এলাকার এইচ কে জি স্টিল মিলস লিমিটেড এবং রুপগঞ্জের রুপসী এলাকার জিংডা ইন্ডাস্ট্রিজ কোং লিমিটেডকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী শব্দদূষণের অভিযোগে মেসার্স বিক্রমপুর রি রোলিং মিলস (প্রা.) লিমিটেড ও এইচ কে জি স্টিল মিলস লিমিটেডকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দূষণ রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

Back to top button