আইন-আদালত

বিদায়ী অনুষ্ঠানে চোখে অশ্রু নিয়ে আপনারা আমার ভাই বন্ধু -জেলা জজ আনিসুর রহমান

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জে জেলা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনিসুর রহমান বদলী জনিত কারণে তার বিদায়ী অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়ে চোখে অশ্রু নিয়ে বলেন, আপনারা সবাই আমার ভাই-বন্ধু, সবচেয়ে আমার ভালো সময় কেটেছে এখানে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ডিজিটাল বার ভবনের নিচ তলায় এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একপর্যায়ে আনিসুর রহমানের চোখে অশ্রু চলে আসে পরে তিনি বক্তব্য দেওয়া থামিয়ে বসে পড়েন।

তিনি বলেন, আমি নারায়ণগঞ্জে এসেছি চার বছর চার মাস আগে। নারায়ণগঞ্জে সবচেয়ে আমার ভালো সময় কেটেছে। আপনাদের ভালোবাসা পেয়েছি। আপনাদের সব সময় আমি মনে রাখবো। আপনারা সবাই আমার বন্ধু ও ভাই-বোনের মতো। আপনারা আমার কর্মে-কাজে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন।

তিনি আরও বলেন, বিদায় এবং বিচ্ছেদ দুটি কষ্টের। এখানে অনেক কষ্ট থাকে। সুখ ইচ্ছে করলে সৃষ্টি করা যায় না। নিজেকেই সৃষ্টি করে নিতে হয়। আমি কোর্টে উঠে সব সময় আপনাদের মামলা আর চেহারা দেখেছি। আমি সেখানে কে জুনিয়র ও কে সিনিয়র সেটা দেখেনি। আমি যেখানে যাই আপনারা আমার জন্য আমার জন্য দোয়া করবেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. হাসান ফেরদৌস জুয়েল। সঞ্চালনা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল আলম রনি।

এছাড়াও বক্তব্য রাখেন জেলার রাষ্ট্রপক্ষের পিপি অ্যাড. মনিরুজ্জামান বুলবুল, জিপি মেরিনা বেগম, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বারের সাবেক নেতা অ্যাড. খোকন সাহা, সাবেক পিপি অ্যাড. ওয়াজেদ আলী খোকন, বারের সাবেক সভাপতি অ্যাড. মুহাম্মদ মহসীন মিয়া, বারের সাধারণ সম্পাদক অ্যাড. মাহাবুবুর রহমানসহ বিজ্ঞ সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা।

 

Back to top button