সারাদেশ

৬৬ তে সাংবাদিক মাসুম

৬৬ তে পা দিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।  ১৯৫৮ সালের ২১ জুলাই বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় জন্মগ্রহণ করেন বিশিষ্ট এই সাংবাদিক নেতা, আইনজীবী ও মানবাধিকার কর্মী। নগরীর ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া প্রাইমারি স্কুল ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ছিল মাহবুবুর রহমান মাসুমের প্রাইমারি শিক্ষাকেন্দ্র। ক্লাস থ্রি পর্যন্ত আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করেন। এরপর জয়গোবিন্দ হাইস্কুল হতে এসএসসি সম্পন্ন করেন। সরকারি তোলারাম কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৮১ সালে তিনি মাষ্টার্স ডিগ্রি লাভ করেন। নারায়নগঞ্জ আইন কলেজ থেকে এলএলবি শেষ করে, ১৯৮৭ সালে নারায়নগঞ্জের আদালতে আইন পেশায় যোগদান করেন।

দীর্ঘ একত্রিশ বছর যাবৎ তিনি দৈনিক খবরের পাতার প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ৪৩ বছর সাংবাদিক জীবনে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের’ নারায়নগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি তিনবার নারাায়নগঞ্জ প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। রাজনীতিতে মাহবুবুর রহমান মাসুমের হাতেখড়ি তোলারাম কলেজে পড়াকালীন সময়ে। তিনি জেলা ছাত্রলীগ (জাসদ) সাধারণ সম্পাদক ছিলেন। সে সময় বিভিন্ন ছাত্রসংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় তোলারাম কলেজকে সরকারিকরণের লক্ষ্যে ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরন গাড়ির ঘেরাও করেন এবং নির্যাতনের শিকার হন। ১৯৮৬ সাল হতে স্থানীয় স্কাউটের সম্পাদক ও নয় বছর উপজেলা স্কাউটের কমিশনার এবং ঢাকা বিভাগের আঞ্চলিক উপকমিশনার  হিসাবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি জেলা স্কাউটসের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি খেলাধূলা ও শিক্ষায় অবদান রেখেছেন। নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের সদস্য ছিলেন একাধারে ১৬ বছর। মাহবুবুর রহমান মাসুম আদর্শ বালিকা বিদ্যালয়ের কলেজ শাখার অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা (দক্ষিন) বিভাগের সমন্বয়কারী ও গণতান্ত্রিক আইনজীবি সমিতির জেলা সভাপতি।

মাহবুবুর রহমান মাসুম নারায়ণগঞ্জের সকল নাগরিক আন্দোলনের অন্যতম নেতা। তিনি সন্ত্রাস বিরোধী, বাস ভাড়া কমানো, নাগরিকদের বিভিন্ন অধিকার আদায়ের লড়াইয়ে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

মাহবুবুর রহমান মাসুম তাঁর জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Back to top button