সারাদেশ

মহিলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক হলেন সোনারগাঁয়ের ঝরা

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সোনারগাঁয়ের মেয়ে পৌরসভার মেয়র প্রত্যাশী নাসরিন সুলতানা ঝরা।কয়েকটি পদ শূন্য রেখে ১৭১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিতে ২৪ জন সহ-সভাপতি, ৮ জন যুগ্ম-সা: সম্পাদক এবং ৮ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। এছাড়া ২৩ জন সম্পাদকমণ্ডলীর সদস্য এবং ১০৬ জন সদস্যও রয়েছেন।

সম্মেলনের প্রায় আট মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন দেন।

এ বিষয়ে নাসরিন সুলতানা ঝরা বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদকে ঠাঁই দেওয়ার জন্য আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংগঠনের সভাপতি মেহের আফরোজ চুমকি আপার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।এই কমিটিতে স্থান পাওয়ার মধ্য দিয়ে নারীদের জন্য আরো বেশি কাজ করতে পারব আমার বিশ্বাস।

ঝরা আরও বলেন, আমার বাবা জয়নাল আবেদীন এক সময় সোনারগাঁও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। সেই থেকে বাবার হাত ধরে আওয়ামীলীগের রাজনীতিতে পর্দাপন করেছি। স্কুল লাইফ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে অনুপ্রেনীত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কলেজ জীবন থেকে রাজপথে আন্দোলন করে জেল জুলুমের শিকার হয়েছি তারপর আওয়ামীলীগের রাজনীতি থেকে এক চুল পরিমান বিচ্যুতি ঘটেনি। সেই পুরস্কার হিসেবে সভানেত্রী আমাকে এ পদে অধিষ্ঠিত করেছে।

Back to top button